ভারত থেকে শেষবার ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে মুকুট জয় করেছিলেন লারা দত্ত (২০০০)। এরপর লাগাতার ভারতীয় সুন্দরীদের খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এবার ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’র মুকুট এসেছে ভারতের ঝুলিতে। নতুন বিশ্বসুন্দীর হয়েছেন পাঞ্জাবের হারনাজ কৌর সান্ধু।
পড়াশোনার পাশাপাশি মাত্র ১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন চণ্ডিগড়ের কন্যা হারনাজ। ২০১৭ সালে ‘টাইম’স ফ্রেশ ফেস’-এর খেতাব জেতেন তিনি। ২০১৮ সালে মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া জেতেন। এরপর ২০১৯ সালে হারনাজ ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব হন। একই সালেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সমগ্র দেশে দ্বাদশ স্থান দখল করেন হারনাজ। এরপর এ বছর ইজরায়েলে ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ‘মিস ইউনিভার্স’র মুকুট মাথায় তোলেন এই সুন্দরী।