দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কৃষক রোমান আলী শাহ। নিজের খামারবাড়িতে সবুজ ঘাসে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা। আর এর ওপরেই লাল রঙে লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তার এই সৃষ্টিশীল শিল্পকর্ম দেখতে স্থানীয়সহ আশপাশের লোকজন ছুটে আসছেন তার ‘কৃষিক্লাব’ নামের খামার বাড়িতে। মুগ্ধ হয়ে অনেকে ছবি তুলছেন।
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মো. জিন্নত আলীর ছেলে রোমান আলী। তিনি ২০০২ সালে সোয়া এক একর পৈতৃক জমিতে ‘কৃষিক্লাব’ নামের একটি খামারবাড়ি গড়ে তোলেন। এখানে তিনি ফল, মাছ ও ঘাস চাষ এবং গরু-ছাগল ও কবুতর লালন-পালনসহ বিভিন্ন কৃষি উপকরণ ন্যায্য মূল্যে বিক্রি করেন।