মাঠে থাকা কয়েকজন নারীর ছবি গোপনে তুলছিলেন এক ক্যামেরাম্যান। তিনি ধীরে ধীরে কাছে যাওয়ার চেষ্টা করতেই একটি ডালে পা পড়ে শব্দ হয়। তখনই বিষয়টি টের পান নারীরা। এরপর দেখা যায়, মাঠের নারীরা সব উধাও। তাদের জায়গায় চরে বেড়াচ্ছে গরু।বিজ্ঞাপনে এভাবে নারীদেরকে গরু হিসেবে দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ডেইরি ব্র্যান্ড ‘সিউল মিল্ক’।
আর তাতেই তীব্র সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি ক্ষমা চেয়ে বিজ্ঞাপনের ভিডিও সরিয়ে নিয়েছে।তবে বিবিসি জানায়, ইউটিউব থেকে বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে গেছে। নারীকে কেবল গরু হিসাবে দেখানোই নয় বরং পুরুষতান্ত্রিকতা এবং জেন্ডার সংবেদনশীলতা নিয়েও দেশব্যাপী সমালোচনা উস্কে দিয়েছে এই বিজ্ঞাপন।অনেকেই বিজ্ঞাপনে দেখানো পুরুষের আচরণকে ‘মোলকা’ বা গোপনে ক্যামেরায় ছবি ধারণের অবৈধ চর্চার সঙ্গে তুলনা করেছেন। পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সিউল মিল্ক।