স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাবির যত আয়োজন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:১৪

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল ১৬ ডিসেম্বর। এ দিন স্বাধীন বাংলাদেশের জন্মের অর্ধশতাব্দী, মানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একই বছর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষ। দুটি ঐতিহাসিক মুহূর্ত উদযাপন একই সঙ্গে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবস দুটি।


এ উপলক্ষে ১ ডিসেম্বর থেকে উদযাপন শুরু হয়। ১-৫ ডিসেম্বর প্রতিদিন বিকাল ৪টা থেকে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজয় র‌্যালি, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় কন্সার্টের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ব্যান্ডদল নগরবাউল জেমস, ওয়ারফেজ, কৃষ্ণপক্ষ, মেহেরীনসহ দেশসেরা বিভিন্ন ব্যান্ডদল। এই কন্সার্ট ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও আলোচকদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকায় এই দিন অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us