প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল আছেন কারাগারে। এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ইভ্যালি ফ্যানস ক্লাব নামে একটি ফেসবুক গ্রুপ।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ইভ্যালি ফ্যানস ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ। ইভ্যালির ধানমন্ডি অফিসে ওইদিন বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হবে বলে জানান তিনি। নাহিদ বলেন, ওইদিন প্রধানমন্ত্রীর শপথ আছে।