বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবির সত্ত্ব ব্যক্তির নয়, রাষ্ট্রের: হাইকোর্ট

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি ও চিত্র কোনো ব্যক্তির মালিকানায় থাকতে পারবে না বলে রুল দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এ রুল দিয়ে হাইকোর্ট বলেছেন, রাষ্ট্র এবং এর জনগণ এখন থেকে এগুলোর মালিক। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। তবে রুলে হাইকোর্ট কী কী নির্দেশনা দিয়েছেন, এখনই তার বিস্তারিত জানা যায়নি।


সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন গত বছর ৩১ আগস্ট হাইকোর্টে এই রিট করেছিলেন। সেসময় রিটে তিনি উল্লেখ করেন, জার্নি মাল্টিমিডিয়া ও স্বাধীকা'র মালিক নাজমুল হাসান 'বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ' ও '৩০৫৩ দিন' বইয়ের কপিরাইট এবং মেধাসত্ত্ব অধিকার পরিবর্তন করে অর্থ অপব্যবহারের চেষ্টা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us