সমুদ্রের দু’হাজার ফুট গভীরে এক অদ্ভুত জীবের দেখা পেয়েছে এক দল গবেষক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোন্টেরে বে-তে বিজ্ঞানী র্যাচেল কার্সনের নেতৃত্বে অভিযান চালানোর সময় একটি অদ্ভুত জীবের দেখা পান। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
যদিও গবেষকরা জানিয়েছেন, আসলে এটি গভীর সমুদ্রের একটি মাছ। মাছটির নাম ব্যারেলি। ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের প্রায় ২০০০ ফুট নীচে এলিয়েন-সদৃশ মাছের দেখা পাওয়া গেছে, যার কাচের মতো স্বচ্ছ মাথার ভেতর দিয়ে এর উজ্জ্বল সবুজ চোখ দেখা যায়। মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট- এর রিমোট-চালিত যান ব্যবহার করে ব্যারেলি নামে গভীর সমুদ্রের এই মাছটিকে দেখা গেছে।