ভারতবর্ষে আধুনিক সাংবাদিকতার সূচনা হয়েছিল বাংলা থেকেই। উপমহাদেশে প্রথম মুদ্রণযন্ত্র আমদানি করেন পর্তুগিজরা ১৫৫৭ খ্রিষ্টাব্দে। খ্রিষ্টান মিশনারিদের ধর্মীয় প্রচারপত্র ও শিক্ষাবিষয়ক পুস্তিকা প্রকাশকে কেন্দ্র করে ভারতবর্ষে আধুনিক মুদ্রণশিল্পের সূচনা হয়।
ইংল্যান্ডে ১৭০২ সালে সর্বপ্রথম সংবাদপত্র প্রকাশিত হলেও কোম্পানি সরকার ভারতবর্ষে সংবাদপত্র প্রকাশে আগ্রহী ছিল না। ১৭৭৪ সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর কাউন্সিল সদস্য ফিলিপ ফ্রান্সিস ভারতবর্ষে আসার পর তার প্রভাবে ভারতবর্ষে সংবাদপত্র প্রকাশের পথ সুগম হয়। তিনি ইংল্যান্ডে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।