বাংলা একাডেমি প্রণীত ‘শহীদ বুদ্ধিজীবী কোষ’ গ্রন্থ অনুযায়ী বুদ্ধিজীবী অর্থ "লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সকল পর্যায়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজসেবী ও সংস্কৃতিসেবী"
গত শতাব্দীর শুরুতে আর্মেনিয়ায় গণহত্যা শুরু হয়েছিল ২৫০ জন বুদ্ধিজীবীকে গ্রেপ্তার ও হত্যার মাধ্যমে। হিটলার ও নাৎসি বাহিনীও পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। প্রকৃতপক্ষে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে যুদ্ধের দামামা বেজে উঠলে তৎকালীন বিরোধী শক্তিসমূহের মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের লক্ষ্য করেই হামলার সুবিশাল পরিকল্পনা করা হয়। এতে করে অল্প সময়ের মধ্যেই কাঙিক্ষত বিজয়ের লক্ষ্যে পৌঁছানো সহজ হয়।