থাইল্যান্ডে এক নারীর বিরুদ্ধে তেলের ডিপোতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তেলের ডিপোতেই কাজ করতেন সেই নারী। ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বসের ওপর রাগ করে এমন কাণ্ড ঘটিয়েছেন অ্যান শ্রিয়া নামে ৩৮ বছর বয়সী ওই কর্মী। বসের ওপর ঝাল মেটানোর খেসারতে পুড়ে ছাই হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি।
থাইল্যান্ডের নাখোন পাথোম প্রদেশে একটি তেলের ডিপোতে কাজ করতেন অ্যান শ্রিয়া। দীর্ঘদিন ধরেই নাকি তার ওপর বেজায় চটেছিলেন বস। প্রতিদিন বসের ধমক আর বকুনির জেরে শ্রিয়ার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল।