রাজৈরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৯

মাদারীপুরের রাজৈরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নসহ ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কদমবাড়ি ইউপিতে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী দীনেশ বিশ্বাস গতকাল রাত আটটার দিকে কমদবাড়ি থেকে বড়খোলা এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। যাওয়ার পথে আড়ুয়াকান্দি এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বিধান বিশ্বাসের কর্মী-সমর্থকেরা অতর্কিত হামলা চালান। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত আটজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আড়ুয়াকান্দি পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us