শুষ্ক আবহাওয়ায় দ্রুত আর্দ্রতা হারায় আমাদের ত্বক। ফলে ত্বকের রুক্ষতা বাড়ে। শীতে কিভাবে ত্বকের কোমলতা ধরে রাখবেন, জানালেন রেড বিউটি কেয়ার স্যালনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। লিখেছেন মোনালিসা মেহরিন।
ত্বক পরিষ্কার রাখুন শীতে বাতাসে ধুলাবালির পরিমাণ বাড়ে। এই ধুলাবালির সংস্পর্শে এলে ত্বকে চুলকানি, ঘামাচিসহ বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ জন্য শীতেও নিয়ম করে প্রতিদিন গোসল করুন। ঠাণ্ডা পানিতে কষ্ট হলে গরম পানিতে গোসল করতে পারেন। তবে বেশি গরম পানি মুখে ও মাথায় লাগাবেন না।
অতিরিক্ত গরম পানি মুখের স্পর্শকাতর ত্বকের ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত করে। দিনে কয়েকবার হাত, মুখ ও পা ধোয়াও জরুরি। মুখ পরিষ্কারের ক্ষেত্রে বেশি ক্ষারযুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন না।