ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৩৩২ নম্বর পিলারে ভয়াবহ নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। নির্মাণ কাজ মানসম্মত না হওয়ায় পিলারটি ভেঙে ফেলা হচ্ছে। নাখালপাড়া এলাকায় দায়সারাভাবে পিলারটির নির্মাণ কাজ প্রায় শেষ করে এনেছিল ঠিকাদার। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি যথাযথভাবে তদারকি করেনি বলে এ অবস্থার সৃষ্টি হয়।
দায়িত্বপ্রাপ্ত কোনো তদারক কর্মকর্তার চোখে পিলারের এই ত্রুটি ধরা পড়েনি। একজন নির্মাণ শ্রমিক বিষয়টি টের পেলে টনক নড়ে সংশ্লিষ্টদের। এরপর পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণ হয় নির্মাণ কাজ মানসম্মত হয়নি। এ অবস্থায় পিলারটি রাখা যাবে না। তাই সিদ্ধান্ত হয় ভেঙে ফেলার। এরপরই গত বৃহস্পতিবার থেকে ভাঙার কাজ শুরু হয়। ড্রিল মেশিন দিয়ে উপরের দিক থেকে এটি ভাঙা হচ্ছে। রোববার দুপুরে সরেজমিন অনুসন্ধানকালে স্থানীয় লোকজন ও নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, ‘পিলারটি ঢালাইয়ের সময় হানিকমের (ছোট ছোট ছিদ্র থেকে তৈরি শূন্যতা) সৃষ্টি হয়েছিল। ঢালাই করতে গেলে অনেক সময় এরকম হয়ে থাকে। এটা বড় কোনো ত্রুটি নয়।’ বড় কোনো ত্রুটি না হলে পুরো পিলার ভাঙতে হচ্ছে কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ওদের নতুন করে কাস্টিং করে দিতে বলেছি। সেটা করার জন্যই ওরা পিলারটি ভেঙে ফেলছে। এখানে দায়সারাভাবে কাজ করার কোনো সুযোগ নেই। প্রথম ধাপে ইটালিয়ান থাই কোম্পানি কাজ করেছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে চায়না কোম্পানি সিএসআই ও সিনোহাইড্রো কাজ করছে। পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনার শিপ) প্রজেক্টে ঠিকাদার নিয়োগ নিয়ে আামাদের কিছু বলার নেই।’