রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অর্থপাচার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিন দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেনকে তলব করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে মামলার তদন্ত ১৮০ দিনেও শেষ না করার বিষয়ে তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।