কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ‘বিষপানের পর’ বাবা ও এক মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, রোববার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) ও তার বড় মেয়ে রুহিনী আক্তার (৯)।এছাড়া আনোয়ার হোসেনের দুই সন্তান এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হল- মাহিনী আক্তার (৬) ও ছেলে জাকির হোসেন (৪)।