পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের কল্যাণে আমাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনভাবে ও সৎভাবে পালন করতে হবে। সৎভাবে কাজ করা আমাদের নৈতিক এবং আইনি দায়িত্ব। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। ‘টেক্সটাইল অ্যান্ড আরএমজি ও আরএমজি সেক্টর অব বাংলাদেশ: বেনিফিটস চ্যালেঞ্জ’ শিরোনামে এ সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের কল্যাণে ও আমাদের মঙ্গলের জন্য কাজগুলো করে যেতে হবে। দেশের উন্নয়নে কাজের কোনো বিকল্প নেই, বসে থাকলে চলবে না। আমাদের দেশে গবেষণা কম হয়, এটা নিয়ে কাজ করতে হবে। আরও বেশি বেশি গবেষণায় মনোযোগ দিতে হবে।