সীমান্ত হত্যা বন্ধে ভারত কি সত্যিই আন্তরিক?

আজকের পত্রিকা একেএম শামসুদ্দিন প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:১৬

বাংলাদেশ ও ভারত সীমান্তে প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এ নিয়ে সীমান্তের দুই পাড়ের মানুষের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে বাদ-প্রতিবাদ চললেও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত মাসেও এরূপ দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমটি গত  ২ নভেম্বর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের সদস্যরা বাংলাদেশি দুই নাগরিককে গুলি করে হত্যা করে।


ওই ঘটনার ঠিক ৯ দিন পর ১১ নভেম্বর লালমনিরহাটে আরও দুই বাংলাদেশি বিএসএফের হত্যার শিকার হন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত; কথিত আছে লালমনিরহাটে হত্যার শিকার বাংলাদেশি নাগরিকেরা ভারতীয় গরু চোরাকারবারিদের সহযোগী হয়ে কাজ করছিলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক হলেও ভারতীয়দের জন্য তা লজ্জাকর।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us