পক্ষপাতমূলক রেফারিং বিশ্বের প্রায় সব দেশেই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রেফারির কোনো শাস্তি হয় না; উল্টো ফুটবলাররা প্রতিবাদ করতে গেলে বিপদে পড়েন। তবে ইতালির ঘরোয়া ফুটবলে যে কাণ্ড ঘটল, তাতে দায় এড়াতে পারেননি রেফারি। পেনাল্টি শ্যুট আউটে বল গোলপোস্টের জাল ছিঁড়ে বেরিয়ে গেলেও তিনি গোল দেননি! বরং গোলকিকের বাঁশি বাজিয়েছেন।
অদ্ভুতুড়ে ঘটনার ওই ম্যাচে দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারায় শাস্তি পেয়েছেন রেফারি। গত রবিবার ইতালীয় ষষ্ঠ বিভাগ লিগের ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর ম্যাচে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পেনাল্টি পায় ভিগোলো। স্পট কিক থেকে গোলও করেন আর্কারি। সেই বল জাল ছিঁড়ে বেরিয়ে যায়। রেফারির ধারণা হয়, শট লক্ষ্যে ছিল না। তাই তিনি গোলকিকের বাঁশি বাজান। আর্কারি এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।