দক্ষ মানবসম্পদ গড়ার পথনির্দেশনা

সমকাল মো. ছাদেকুল আরেফিন (মাতিন) প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৪:১৬

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন প্রতিফলিত হয়েছে ১৯৭২-এর সংবিধানের ১৭ অনুচ্ছেদের কয়েকটি অংশে। আমরা যদি ১৯৭২-এর সংবিধানের শিক্ষাবিষয়ক অনুচ্ছেদগুলো পর্যালোচনা করি তাহলে দেখব বঙ্গবন্ধু তার শিক্ষা দর্শনের মূল ভাবনাটাই প্রতিফলিত করেছেন ১৭ অনুচ্ছেদে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশের সংবিধানে 'সবার জন্য শিক্ষা নিশ্চিত করা' বিষয়টি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা হয়, যা মূলত বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের প্রতিফলন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জ্ঞানমুখী করার জন্য বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয় বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭২ সালের ১৫ জানুয়ারি।


এ ছাড়া ১৯৭২ সালের ২০ জানুয়ারি শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য ৫১ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু বিনামূল্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ এবং শতকরা ৪০ শতাংশ কম দামে ষষ্ঠ থেকে মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণের ব্যবস্থা করেন। বাংলাদেশের প্রথম বাজেটে বঙ্গবন্ধুর শিক্ষা ও ভাবনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন ঘটে প্রতিরক্ষা খাতের থেকে শিক্ষা খাতে ৩ কোটি ৭২ লাখ টাকা বেশি বরাদ্দের বিষয়টি। বঙ্গবন্ধু শিক্ষাকে গণমুখী করার জন্য এবং শিক্ষার মূল বিষয় সচেতন ও আলোকিত মানুষ গড়ার জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীকে গ্রামে গিয়ে কাজ করার পরামর্শ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us