নতুন বছরের শুরুতেই ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আসন্ন এই আসরে খেলার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। করোনা ভাইরাসের কারণে গত বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। তবে এর পরিবর্তে ছোট পরিসরে দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট।
সেই টুর্নামেন্টে শুরুতে খেলতে না পারলেও শেষের দিকে খেলেছিলেন মাশরাফী। দেশের অবস্থার উন্নতি হওয়ায় আবারো বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে শুরু থেকেই খেলতে চান মাশরাফী। তবে এবারের আসলে তিনি কোন দলে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি।