জিয়া পরিবারের কুকীর্তি মাঠে আসুক আমরা তা চাই না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, ‘জিয়া পরিবারের সদস্যদের অনেক কুকীর্তি এ দেশের মানুষ জানে। পরিবারের গণ্ডি পেরিয়ে সেগুলো রাজনীতির মাঠে আসুক তা আমরা চাই না। কিন্তু বিএনপি নেতারা আজ সেই প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করতে উসকানি দিচ্ছেন। তারা এতটাই অন্ধ এবং ফরমায়েশ নির্ভর হয়ে গেছেন যে– দলের একজন নেতা মিথ্যাচার করলো এবং অশালীন কথা বললো, অথচ সিনিয়র নেতারা তার পক্ষে সাফাই গাইলেন। তারাই কিনা সরকারকে মানবিক হওয়ার সবক দেন।’ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি।


ওবায়দুল কাদেরের কথায়, ‘দেশবাসী দেখেছে, একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য ও অসৎ আচরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি। তার বিপরীতে দেশবাসী দেখলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশালীন বক্তব্যকে নির্লজ্জভাবে কীভাবে দলীয়ভাবে সমর্থন দিলো। দেশবাসী বিস্মিত, ক্ষুব্ধ ও লজ্জিত। দলটির নেতারা রাজনৈতিক শিষ্টাচারকে ভূলুণ্ঠিত করেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us