এক যুগ আগেও বগুড়ার বেনারসি পল্লীটি তাঁতের হ্যান্ডলুমের শব্দে মুখর থাকত। এখন নানা সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে পল্লীর কর্মযজ্ঞ। শিল্পের সঙ্গে জড়িত মালিক এবং সমিতি বলছে, ইন্ডিয়ান শাড়ি বাজার দখল করায় টিকতে পারছেন না তারা। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে পল্লীটির ৮০ শতাংশ কারখানা। তবে সচল কারখানাগুলোতে এখনও তৈরি হচ্ছে গুণমানসম্পন্ন কাতান-বেনারসি-জামদানি শাড়ি। কাজের অর্ডার এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে তিন দশক আগে গড়ে ওঠা পল্লীটি এক সময় পুরোদস্তুর নিশ্চিহ্ন হয়ে যাবে।