মিরপুর টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
উজ্জীবিত পাকিস্তাননিষ্প্রাণ ম্যাচেও প্রাণ ফিরিয়ে আনার পর পাকিস্তান শেষ দিন শুরু করবে দারুণ এক জয়ের আশায়। বাংলাদেশের ৭ উইকেটের ৬টিই নিয়েছেন যিনি, সেই সাজিদ খান চতুর্থ দিন শেষে সরাসরিই বলেছেন, শেষ দিনে বাংলাদেশের ১৩ উইকেট নিয়ে ম্যাচ জিততে চান তারা।
শঙ্কা নিয়ে অপেক্ষায় বাংলাদেশপ্রকৃতির আঁধার কেটে গেলেও বাংলাদেশের ড্রেসিং রুম এখন ডুবে অন্ধকারে। প্রথম চার দিনের মধ্যে ওভারের হিসেবে আড়াই দিনের বেশি খেলা হয়নি, তার পরও সামনে ঝুলছে হারের খড়গ। ৪ উইকেটে ৩০০ রানে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশ চতুর্থ দিন শেষ করে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে।
ফলো-অন এড়াতেই প্রয়োজন আরও ২৫ রান!উইকেটে সাকিব আল হাসানের সঙ্গী তাইজুল ইসলাম। ফলো-অন এড়াতে না পারলে বাংলাদেশের হারের শঙ্কাও প্রবল হয়ে উঠবে আরও।