সড়ক, রেলের পাশাপাশি নৌপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো এখন ভারতের সবচেয়ে অগ্রাধিকার বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে সীমান্ত আরও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতির আসন্ন ঢাকা সফর এবং জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর এই বৈঠকের মূল আলোচ্য। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার অন্যান্য ইস্যুতেও আলোচনা হতে পারে।