সারাদিন মিছিল করে ক্লান্তদেহে রাত ১০টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম ২৪ মার্চ, ১৯৭৫। মিছিলগুলি অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে। আর মূল দাবী ছিল “সংলাপ ছাড়-বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দাও”।
দেখতে দেখতে ৫০টি বছর পেরিয়ে এলাম বটে কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি আজও অম্লান। ঐ রাতে ১২টার পরে অর্থাৎ ২৫ মার্চ ২০০ পাক সেনা ঘুমন্ত পাবনা শহরে অতর্কিতে ঢুকে পড়ে। ঢুকেই তারা পাবনার পানি উন্নয়ন বোর্ডের অফিস সহ বিশাল প্রাঙ্গন দখল নিয়ে তাদের হেড কোয়ার্টার স্থাপন করে। টেলিফোন এক্সচেঞ্জ ভবন দখল নিয়ে ২৮জন আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে র্স্বক্ষণিক পাহাড়ায় নিয়োজিত হয়-দেশ বিদেশের সাথে সংযোগ স্থাপন যাতে না করা যায় তাই সমস্ত্র টেলিফোন সংযোগ তরা বিচ্ছিন্ন করে দেয়।