অত্যন্ত মর্মান্তিক ঘটনা হলো এবছর আগস্টে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একসাথে ১৭ জনের মৃত্যু হয়। তারা সকলে বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন এবং বৃষ্টির কারণে নদীর ধারে আশ্রয় নিয়েছিলেন। এপ্রিলে সুনামগঞ্জের ৪ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন ৪ কৃষক। এর আগে ২০১৬ সালের মে মাসে মাত্র দুই দিনে বজ্রপাতে ৮১ জনের মৃত্যু হয়েছিল।
বজ্রপাতের কারণে বাংলাদেশে ঠিক কত মানুষের মৃত্যু হয় তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে পত্রিকার খবর, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা যায় এই সংখ্যা গড়ে প্রতি বছর ১৫০-২০০। বজ্রপাতে প্রাণহানির সংখ্যার বিচারে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।