ভুয়া বিজ্ঞাপন ও চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা

প্রথম আলো মো. আবু হানিফ বিন সাঈদ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:০৪

কখনো কখনো পত্রপত্রিকায়, কখনো শহরের অলিগলিতে চাকরির বিজ্ঞাপন চোখে পড়ে। এসব বিজ্ঞাপনে আবার মানুষের মন কেড়ে নিতে কিছু লোভনীয় কথা লেখা থাকে। যেমন দক্ষ বা অদক্ষ কিছুসংখ্যক লোক কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে। বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। থাকা-খাওয়া ফ্রি ইত্যাদি।


এ ছাড়া বিভিন্ন প্রজেক্টের চাকরিগুলোতে নিজ এলাকায় চাকরির সুযোগ করে দেওয়া হবে বলে বিজ্ঞাপনে লেখা থাকে। বেকারত্বের চাপে সরলমনা কিছু মানুষ এমন বিজ্ঞাপন দেখে সেই ঠিকানায় যোগাযোগ করেন। যোগাযোগ করা হলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত, সনদের কপি ও ছবি নেওয়া হয় ই-মেইলের মাধ্যমে। এ সবকিছুই কিন্তু চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের একটা বিশেষ মাধ্যম। ই-মেইল যখন তারা পায়, তখন চাকরিপ্রার্থীদের কাছে শুরু হয় ফোন! ফোন করে চাওয়া হয়ে থাকে বিরাট অঙ্কের টাকা। টাকা দিতে পারলে আপনার চাকরি নিশ্চিত হবে। লোভনীয় মোটা অঙ্কের বেতন দেখে অনেকে সেই ফাঁদে পা দিয়ে ফেলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us