২০১৬ সালে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসার পর তারা প্রথমেই ১৯৭৫ সালের রাষ্ট্র সুরক্ষা আইন এবং ১৯৫০ সালের জরুরি অধ্যাদেশ আইন বাতিল করেছিল। এ ছাড়া ওয়ার্ড অ্যান্ড ভিলেজ ট্র্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর ল নামের আরেকটি আইন সংশোধন করেছিল। প্রথমোক্ত দুটি আইন দিয়ে সামরিক জান্তা ভিন্নমতাবলম্বীদের দমন–পীড়ন করত। শেষোক্ত আইনটি জনসাধারণের চলাফেরা ও সামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো।
এনএলডি এসব আইন বাতিল ও সংশোধনের মধ্য দিয়ে মূলত রাষ্ট্রকে সামরিক জান্তার শাসন থেকে মুক্ত করতে চেয়েছে। এই আইন সংশোধনের পর মিয়ানমারের ১৬ হাজার গ্রাম ও মহল্লায় নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রশাসক নির্বাচিত হয়েছেন। এর আগে সরকার থেকে এসব স্থানীয় প্রশাসক নিয়োগ করা হতো। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় সরকার গঠনে এটিই ছিল এনএলডি সরকারের প্রথম পদক্ষেপ।