৯৬ লক্ষ বর্গকিলোমিটারের দেশ চীনের ভূমিরূপ বৈচিত্র্যময়। দেশটিতে আছে মরুভূমি, তৃণভূমি, মালভূমি; আছে বিস্তীর্ণ অরণ্য ও পর্বতমালা। চীনের অনুর্বর উত্তরাংশে অরণ্য স্টেপ তৃণভূমি এবং গোবি ও তাকলামাকান মরুভূমি যেমন আছে, তেমনি এর আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্যসমূহ। চীনে আছে ছোট-বড় দেড় হাজারের বেশি নদ-নদী।