পৃথিবীর ইতিহাসে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারকারী অন্যতম সেরা ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশে। পাকিস্তান আমলে ছাত্ররা আন্দোলন করে বিশ্বের অন্যতম কঠোর সামরিক শাসকদের মসনদ সরিয়ে দিয়েছে। এরপর যখন তারা অস্ত্রের ভাষা প্রয়োগ করেছে তখনো ছাত্ররা বুক চিতিয়ে যুদ্ধ করে প্রশিক্ষিত বাহিনীকে হারিয়ে দিয়েছে। ছাত্রদের ‘মানি না মানবো না’ স্লোগান ধীরে ধীরে পৃথিবীর বুকে একটি রাষ্ট্রই তৈরি করে ফেলেছে। এমন ইতিহাস কয়টি দেশের আছে?