শত শত ধরনের পণ্য দেশে উৎপাদন হলেও আমদানি হচ্ছে তার চেয়ে বেশি। এর প্রমাণ পাওয়া যায় আমদানি ব্যয়ের চিত্র দেখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবরে আমদানি ব্যয় বেড়েছে গত বছরের একই মাসের তুলনায় ৬২.৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, গত অক্টোবর মাসে ৭১১ কোটি (৭.১১ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরণের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৪৩৭ কোটি ডলার। অর্থাৎ গত বছরের চেয়ে আমদানি ব্যয় বেড়েছে ২৭৪ কোটি ডলার। তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই একক কোনও মাসে পণ্য আমদানিতে এত বেশি অর্থ ব্যয় হয়নি।