পানি পান না করে বের হন ঢাকার ৯০ শতাংশ নারী

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৪

নিগার সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। এখন চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়মিত। তাঁর বাড়ি ঢাকার অদূরে সাভারে। চাকরির পরীক্ষাসহ নানা কাজে ঢাকায় আসতে হয় মাঝেমধ্যে। এ আসা-যাওয়ায় বিড়ম্বনায় পড়েন শৌচাগারে যাওয়া নিয়ে। আর সে জন্য বাড়ি থেকে বেরোনোর আগে পানি কম পান করেন বা অনেক সময় একেবারেই করেন না। ঢাকা থেকে সাভারের পথ কম নয়। এরপর ঢাকায় নীলক্ষেত বা কোনো স্থানে কাজের জন্য গেলে ‘প্রকৃতির’ চাপ পেলে তা কষ্টকর হয়ে যায়। ছুটতে হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা কোনো বান্ধবীর মেসে।নিগার বলছিলেন, ‘ঢাকায় বেশির ভাগ স্থানে টয়লেট নেই। যেখানে আছে সেখানে যাওয়া এক দুঃস্বপ্নের মতো। চরম নোংরা সেই টয়লেটের কথা মনে এলে আর যেতে ইচ্ছা করে না।’


নিগারের মতো রাজধানীতে যেসব নারী কাজের তাগিদে ঘরের বাইরে বের হন, তাঁদের জন্য শৌচাগারের সুবিধা একেবারেই কম। আর এ সুবিধা না থাকায় বা নোংরা শৌচাগারে যাওয়া এড়াতে ৯০ শতাংশ নারী ঘর থেকে বের হওয়ার সময় পানি না পান করেই বের হন। নগরে শৌচাগার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ভূমিজ-এর এক জরিপে এ চিত্র উঠে এসেছে। চিকিৎসকেরা বলেছেন, পানি কম পান করা এবং শৌচাগারের অব্যবস্থাপনার জন্য নারীদের ব্যাপক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us