বঙ্গবন্ধুকে নিয়ে নাটক জনকের অনন্তযাত্রা
বাঙালি যুগপৎ আবেগপ্রবণ এবং সাহসী জাতি। বাঙালি জাতির রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস এবং নিজস্ব সংস্কৃতিক ঐতিহ্য। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ‘স্বাধীনতা’। এ জাতিকে স্বাধীনতা লাভের সুযোগ করে দিয়ে জাতির হাজার বছরের সংগ্রামী জীবন ধারায় মহাকাব্যিক দ্যোতনা এবং নায়োকোচিত শৌর্য-বীর্য আর দীপ্যমান ঔজ্জ্বল্য নিয়ে যে বাঙালি মহানায়ক ভাস্বর হয়ে আছেন, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অত্যন্ত বেদনার যে, স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে যখন জাতির পিতা তার সুচিন্তিত পরিকল্পনার মধ্যদিয়ে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছেন তখনই দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে শিকার হয়ে জাতির পিতাকে সেই বাঙালির হাতেই সপরিবারে মৃত্যুবরণ করতে হয়েছে। জাতির পিতাকে হারানোর দুঃসহ ক্ষত বাঙালি জাতিকে আজও ব্যথাদীর্ণ করছে।