বছর বছর মানুষের মাথাপিছু আয় বাড়ছে, সেই সঙ্গে ক্রয়ক্ষমতা। অর্থনীতির অনেক সূচকে পার্শ্ববর্তী ভারতসহ অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। জিডিপিতে অব্যাহত জোরালো প্রবৃদ্ধি প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের। এত অগ্রগতি সত্ত্বেও আয়কর আদায়ের চিত্র হতাশাজনক। অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে বাড়ছে না করদাতার সংখ্যা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর গ্রহণকারী) ৭০ লাখের বেশি। এ বছর এখনো পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন সাড়ে ১৮ লাখ।