শীত মানেই উৎসবের মৌসুম। এই সময় মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বারবিকিউ করেন, আনন্দ-ফুর্তিতে সময় কাটান। শীতে প্রেমও বাড়ে দ্বিগুণ। শীতের সময় প্রেমিক ধীরে ধীরে শক্ত করে প্রেমিকার হাত ধরে, ঠোঁটে ঠোঁট রাখে ভালোবেসে। কিন্তু শীতেই কেন এমন হয়? শীত এলেই কেন সবার প্রেমে পড়ার প্রবণতা বেড়ে যায়? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়।
একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এর পেছনে একাধিক যুক্তি সংগত কারণ রয়েছে। শীত এমনিতেই বাঙালির খুব প্রিয় মৌসুম। একটু ঠাণ্ডা পড়লেই বেশ হুল্লোড় শুরু হয়। বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে খাওয়া-দাওয়া কিংবা বাড়িতে আড্ডার আসর শুরু হয় আরো ঘন ঘন। দীর্ঘ গ্রীষ্ম পেরিয়ে বর্ষার ভ্যাপসা আবহ থাকে দীর্ঘদিন। তারপর ধীরে ধীরে ঠাণ্ডা-ভাব হয় বাতাসে, তখনই মনটা নেচে ওঠে। শীতের ছুটিতে বাইরে বেড়াতে যাওয়া কিংবা কোথাও সন্ধ্যাভোজের আয়োজনও বাড়তে থাকে। ফলে অনেক বেশি সংখ্যায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করার অবকাশ বাড়ে।