অর্থনীতির পরিভাষায় লিকুইডিটি বা তারল্য মানে অর্থ ব্যবহারের প্রাপ্যতা। এই প্রাপ্যতা কমে গেলে প্রচলিত অর্থে আমরা এটাকে বলি তারল্য সংকট। প্রকৃত অর্থে এটাকে তারল্য সংকট নয়, তারল্য স্বল্পতা বলা উচিত। এই স্বল্পতা দেখা দেয় অর্থ সরবরাহের চেয়ে চাহিদা বেড়ে গেলে। এটা সাধারণত স্বল্প মেয়াদে হয়। কয়েক দিন, কয়েক সপ্তাহ এবং ক্ষেত্র বিশেষে কয়েক মাস চলতে পারে। হঠাৎ করে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠলে তারল্য স্বল্পতা দেখা দিতে পারে, আবার কোনো দুর্যোগ বা বিশেষ কোনো আর্থ-সামাজিক পরিস্থিতির কারণেও হতে পারে। কোনো কারণে তারল্য স্বল্পতা বেশিদিন স্থায়ী হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। সম্প্রতি দেশের কিছু ব্যাংক তারল্য স্বল্পতায় ভুগছে বলে খবর প্রকাশিত হয়েছে। তাই ঠিক কী কারণে এ স্বল্পতা দেখা দিল তা কেন্দ্রীয় ব্যাংককে খতিয়ে দেখতে হয়। কারণ এর সমাধানও কেন্দ্রীয় ব্যাংকের হাতেই।