দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দু’টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ চলতি মাস ডিসেম্বরেই বয়ে যেতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘জাওয়াদ’।