পার্বত্য চুক্তির ২৪ বছর পরও চুক্তির মূল বিষয় অমীমাংসিত থাকা ও সেখানে অব্যাহত সংঘাত-সংঘর্ষ কেবল পাহাড়ি জনগোষ্ঠীর জন্যই উদ্বেগের বিষয় নয়, বাংলাদেশ রাষ্ট্রের জন্যও অশনিসংকেত।
পাহাড়ে দীর্ঘ দুই দশক ধরে চলা সংঘাতময় পরিস্থিতির অবসান ও সেখানকার জনগণের ভাগ্যোন্নয়নে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সই হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।