একগুচ্ছ মাপকাঠির ভিত্তিতে নীতি আয়োগ তৈরি করেছে বহুমাত্রিক দারিদ্র্য সূচক৷ পুষ্টির মাত্রা, স্কুলে উপস্থিতি, শিক্ষার মান, মায়ের স্বাস্থ্য, জ্বালানির ব্যবহার, পানীয় জল, নিকাশি ব্যবস্থার পর্যালোচনা করা হয়েছে৷ এর সঙ্গে বাড়ির হাল, ব্যাংক ও ডাকঘরে আর্থিক লেনদেনের ক্ষমতা থেকে শৌচালয়, রাজ্যে রাজ্যে এমন নানা দিক খতিয়ে দেখা হয়েছে৷ এই সমস্ত মাপকাঠির ভিত্তিতে নীতি আয়োগ নির্ধারিত মাপকাঠিতে রাজ্যের ২১ শতাংশের বেশি মানুষকে দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে৷