ফেসবুকে বিএনপি সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে : রিজভী

এনটিভি প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ১৬:২০

কিছু অসাধু, অপপ্রচারকারী এবং অসত্য প্রচারণায় লিপ্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি এবং শীর্ষ নেতাদের সম্পর্কে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মহল বিশেষের প্ররোচনায় গভীর চক্রান্তের অংশ হিসেবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’


রাজধানীর নয়াপল্টনে আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিনেতা এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে সরকারি নীলনকশা বাস্তবায়নের সক্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি এবং এর গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উসকানিমূলক বক্তব্য-মন্তব্য প্রচার করা হচ্ছে। যার সঙ্গে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপির নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’


বিএনপিনেতা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামের ভুয়া ফেসবুক পেজ থেকে। এমনকি টাকা দিয়ে ‘স্পন্সর’ করে সেই ভুয়া পেজগুলো ‘প্রমোট’ করা হচ্ছে। ক্ষমতাসীন গোষ্ঠীর মদদেই ধারাবাহিক মিথ্যা-হাইপার-প্রোপাগান্ডার অংশ হিসেবে ভুয়া পেজ থেকে ভিত্তিহীন, বানোয়াট, কুৎসিত তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us