ঢাবিকে একাডেমিক মহাপরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১ ডিসেম্বর) ঢাবির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ১৯২১ সালে যখন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এ অঞ্চলের বেশিরভাগ মানুষ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে একটি গবেষণামুখী শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে। অথচ শতবর্ষে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ভাবতে হচ্ছে, জোর দিতে হচ্ছে শিক্ষার মান উন্নয়নের দিকে।