গত ১১ নভেম্বর বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর থেকেই আলোচনা চলছিল শ্রাবন্তী এবার কোন দলে যোগ দেবেন। তবে তিন সপ্তাহ পার হতে না হতেই তৃণমূলের সভামঞ্চে দেখা মেলে তার। সোমবার (২৯ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের বাসন্তী ব্লকের মসজিদবাটিতে তৃণমূলের অনুষ্ঠানে হাজির ছিলেন নায়িকা।