অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স হওয়ায় খুশিই হওয়ার কথা শেন ওয়ার্নের। তবে কামিন্সের ডেপুটি হিসেবে স্টিভেন স্মিথের নেতৃত্বে ফেরার বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না কিংবদন্তি এই লেগ স্পিনার। তার মতে, বল টেম্পারিং কাণ্ডের পর আবারও স্মিথকে নেতৃত্বে ফিরিয়ে আনাটা ভুল সিদ্ধান্ত।
চার বছর আগে এক নারী সহকর্মীকে অশ্লীল বার্তা ও ছবি পাঠানোর খবর পুনরায় আলোচনায় উঠে এলে গত ১৯ নভেম্বর টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেন টিম পেইন। এরপর নতুন অধিনায়ক প্রশ্নে পেসার কামিন্সকে দায়িত্ব দেওয়া উচিত বলে কদিন আগে মন্তব্য করেন ওয়ার্ন। গত শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে কামিন্সের নাম। সহ-অধিনায়ক হন স্মিথ।