শুক্রবার বেলা ১১টা! নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাইমা বেগম একটি নির্বাচনী কার্যালয়ে বসে কাগজপত্র সই করছেন। সেখানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কেউই নেই। আছেন সাধারণ ভোটার। এই প্রার্থী এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর একমাত্র নারী প্রার্থী। নেতারা না থাকার ব্যাপারে এই প্রার্থী বলেন, ইউনিয়নের সভাপতিই তাঁর নির্বাচনে নামেননি। তিনি রয়েছেন বিদ্রোহী প্রার্থীর সঙ্গে। তাই ওয়ার্ড পর্যায়ের সব নেতা তাঁর পাশে নেই।
ফাইমা বেগম রাজশাহীতে ইউপি নির্বাচনের একমাত্র নারী প্রার্থী। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। তাঁকে জেলার পবা উপজেলার পারিলা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগের নির্বাচনেও তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখনো একই ঘটনা ঘটেছিল। দলীয় নেতারা সবাই তাঁর পক্ষে ছিলেন না। ওই নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।