গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে আগুন লেগে দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। শনিবার সকাল ৬টার কিছু সময় পর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে ভোররাত চারটার দিকে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।