আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকা না থাকা নিয়ে আলোচনার মধ্যেই গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনজনের প্যানেল গঠন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।