জামালপুরের বকশীগঞ্জে কৃষকলীগের এক নেতার ধর্ষণে গৃহকর্মীর বাচ্চা প্রসবের ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার দেলোয়ার উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চাকান্দি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে এবং ইউনিয়ন কৃষকলীগ সভাপতি।