আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের তিন মাস পেরিয়েছে। ক্ষমতা দখলের পরপরই নারীশিক্ষার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এ সরকার। এবার আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আফগানিস্তানের নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেশন অব ভাইস আদেশ জারি করে আটটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এ আদেশ অনুসারে, কোনো নারী চলচ্চিত্র বা নাটকে অভিনয় কিংবা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান করতে পারবেন না। গত রোববার এ আদেশ জারি করেছে তালেবান সরকার। এতে আরও বলা হয়েছে, কোনো নারী সাংবাদিক যদি টেলিভিশনের পর্দায় উপস্থিত হন, তবে তাঁকে হিজাব পরতে হবে।