আঠাশ বছর বয়সে অক্ষয়কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি শাহ। কুড়ি বছর যখন তাঁর বাস্তব বয়স, তখন পর্দায় পঁয়ত্রিশ বছর বয়সি মহিলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু তার পরেই ঠিক করে নিয়েছিলেন, কাজ না করে বাড়িতেই থাকবেন। তবু এ ধরনের চরিত্র আর করবেন না।চল্লিশোর্ধ্ব অভিনেত্রীর কেরিয়ারের চাকা নতুন গতি পেয়েছে নেটফ্লিক্স সিরিজ় ‘দিল্লি ক্রাইম’ রিলিজ়ের পরে।