সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সুরক্ষা এবং অধিকার বিষয়ে বিশ্বব্যাপী আলোচনায় আছে জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৬তম অধিবেশনে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবটি। এ ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটা বড় অর্জন বলা যেতেই পারে। কারণ, আগের যে কোনো সময়ের তুলনায় এবারের রোহিঙ্গা সুরক্ষাবিষয়ক প্রস্তাবের ক্ষেত্রে বেশি দেশের সমর্থন পাওয়া গেছে। ইইউ, ওআইসি ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন অঞ্চলের ১০৭টি দেশ প্রস্তাবটি সমর্থন করেছে।
এ প্রস্তাবে কক্সবাজার ও ভাসানচরে অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রণয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপ; বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষর; কীভাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করা যায় সে লক্ষ্যে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি নবায়ন ও তার কার্যকর বাস্তবায়নের বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে।